রাঙামাটিতে পর্যটনের প্রিয় স্থান সাজেকে গতকাল মঙ্গলবার দিনভর গোলাগুলির ঘটনায় সেখানে অবস্থানরত পর্যটকরা ফিরতে পারেননি খাগড়াছড়ি। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ বুধবার সাজেক ভ্রমণে বিধি-নিষেধ দিয়েছে জেলা প্রশাসন।
গত রাতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
খাগড়াছড়ি জিপগাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফত জানান, সকালে খাগড়াছড়ি থেকে ২৫ থেকে ৩০টি গাড়ি সাজেক গেছে। এসব গাড়িতে চার শতাধিক পর্যটক রয়েছে। সকালে সাজেক থেকে ২০ থেকে ২৫টি গাড়ি খাগড়াছড়ি এসেছে।
দুই আঞ্চলিক দলের মধ্যে কয়েক দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেলে কোনো পর্যটকবাহী গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ি আসেনি।
সাজেক রিসোর্ট মালিক সূত্র জানায়, সাজেক ও মাচালংয়ের ৭ নম্বর ওয়ার্ডের শিপপাড়ায় এই গোলাগুলির ঘটনা ঘটে। পর্যটনের মূল কেন্দ্র থেকে এটি প্রায় ২০ কিলোমিটার দূরে। রাতে চার শতাধিক পর্যটক সাজেকে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় লোকজনের তথ্য মতে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এবং প্রসিত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সদস্যদের মধ্যে দফায় দফায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে এই বিরোধ চলছে বলে স্থানীয় লোকজন জানায়।
খুলনা গেজেট/এইচ