গোল হতে পারত দুটো। হয়ে গেলে দ্বিতীয়ার্ধে আরেকটু স্বস্তি নিয়ে মাঠে নামতে পারত আর্জেন্টিনা। কিন্তু তা হয়নি অফসাইডের খড়গে। ফলে কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে আলেহান্দ্রো পাপু গোমেজের গোলে এগিয়ে থেকেই বিরতিতে গিয়েছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরুটা হয়েছিল লিওনেল মেসির রেকর্ড দিয়ে। ক্যারিয়ারের ১৪৭তম আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নেমে তিনি ছুঁয়ে ফেলেন হ্যাভিয়ের আলেহান্দ্রো মাশ্চেরানোকে।
অধিনায়কের রেকর্ড ছোঁয়ার দিনে আর্জেন্টিনার শুরুটাও হয়েছিল দুর্দান্ত। দারুণ সব আক্রমণে ব্যতিব্যস্ত রাখছিল প্যারাগুয়ে রক্ষণকে। প্রথম গোলটাও পেয়ে যায় দারুণভাবেই। মেসির বাড়ানো বল খুঁজে পায় আনহেল ডি মারিয়াকে। এরপর তার থ্রুতে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়ে যান পাপু গোমেজকে। অসাধারণ এক চিপে গোলটি করেন চলতি বছরই সেভিয়ায় যোগ দেওয়া এই মিডফিল্ডার।
বিরতির আগে আর্জেন্টিনা আক্রমণও সহ্য করেছে বেশ। তবে সেসব আলবিসেলেস্তে রক্ষণ সামলেছে ভালোভাবেই। বিরতির আগে আরও একটা গোলও পেয়ে গিয়েছিল দলটা। কিন্তু অফসাইডের খড়গে বাতিল হয় সেটা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
খুলনা গেজেট/ টি আই