বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড যৌথভাবে এ কর্মসূচী পালন করে। বুধবার( ৭ ডিসেম্বর)জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসীন উদ্দিন বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানী হানাদার বাহিনীর অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে ধরে গোপালগঞ্জ জেলা শহর মুক্ত করার স্মৃতি তুলে ধরেন।
খুলনা গেজেট/ এমএম