গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্র অধিকার পরিষদের ২ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে শহরের মডেল স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এসময় আহত হন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মো. জসিমউদদী ও সদস্য সচিব সাইদুর রহমান।
জানা যায়, শুক্রবার বিকালে মডেল স্কুলের সামনে তাদের উপর হামলা চালানো হয়। এসময় -ঘুষি, লাথি দিয়ে এসব সমন্বয়কদেরকে যেভাবে পারে হামলে পড়ে। আহত ওই দুই শিক্ষার্থী গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে বলে আহতরা জানান। মামলা হবে কিনা এটা প্রক্টরের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তারা জানান।
ভুক্তভোগী ছাত্র সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবির আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, সন্ধ্যায় দিকে গোপালগঞ্জ শহরের কাচ্চি ডাইনে খাবার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে আমরা তিনজন যাই। এসময় গণপূর্ত বিভাগের গেটের সামনে পৌঁছালে ১৫-২০ জন যুবক আমাদের ঘিরে ফেলে এবং বলে তোরা চাঁদাবাজি করিস, তোদের চাঁদাবাজি ছোটাচ্ছি। তোরা বিশ্ববিদ্যালয়ের বাহিরে বের হবি না, বের হলে তোদের খবর আছে। এরপর এলোপাথারি ভাবে কিল ঘুষি মারতে থাকে। এতে আমারা দুইজন আহত হই। আমাদের সাথে থাকা অপর শিক্ষার্থী আমাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
জসিম আরো বলেন, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে কয়েকজন বহিরাগত আমার বিষয়ে খোঁজ-খবর নিতে থাকে এবং আমাকে খোঁজাখুজি করে। বিশ্ববিদ্যালয় কয়েকজন শিক্ষার্থী আমাকে বলে যারা আমাকে খুঁজতে এসেছিলো তারা জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্তত ছিলো।
এবিষয়ে, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ছাত্র অধিকার পরিষদ গোবিপ্রবির শাখার দুইজন নেতার উপর হামলা ঘটনা ঘটেছে এমনটি জানতে পেরে আমরা ঘটনাস্থলে এসেছি এবং তাদের তাৎক্ষণিক হাসপাতাল দেখতে এসেছি। আমরা এ বিষয়ে তদন্ত করছি। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আনা হবে। ভুক্তভোগীদের থানায় এসে অভিযোগ করতে বলা হয়েছে তবে এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি।
খুলনা গেজেট/এএজে