গোপালগঞ্জে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ওয়ার্ড চিলড্রেন অর্গানাইজেশন,‘কচি কন্ঠের আসর’-এর উদ্যোগে ৫ শতাধিক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সুরুপী সালিনাবক্সা উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই ঈদ উপহার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। ঈদ উপহারের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, টি শার্টসহ শিক্ষা উপকরণ।
উল্লেখ্য, আন্তর্জাতিক ভিত্তিক এই অর্গানাইজেশন ‘কচি কন্ঠের আসর’ প্রতিষ্ঠার পর থেকেই বিশ্বব্যাপী শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এ ছাড়াও সংগঠনটি অর্থনৈতিকভাবে অনগ্রসর শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণসহ আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের শিশুদের আর্থিক সহযোগিতা করে আসছে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ওয়ার্ড চিলড্রেন অর্গানাইজেশন ‘কচি কন্ঠের আসর’-এর সিইও হাসিব এ হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এছাড়া সভায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ, জোবায়ের হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শিক্ষার্থী ছাড়াও শিক্ষকমন্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম