গোপালগঞ্জের মুকসুদপুর থেকে প্রায় সাতশ” বছর আগের পাল শাসন আমলের কষ্টি পাথরের ৩২ কেজি ওজনের একটি বিষ্ণুমুর্তি সহ তিন জনকে আটক করেছে র্যাব- ৮ এর একটি দল। বৃহস্পতিবার রাতে আটককৃতদের মুকসুদপুর থানায় হস্তান্তর করেছে র্যাব। ওইদিন বিকালে উপজেলার শাশুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫৭), একই গ্রামের আমীর আলী মুন্সীর ছেলে টুকু মুন্সি (৩৫) ও পাবনা জেলার আমিনপুর উপজেলার নারায়ণপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে রমজান মোল্লা(২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ ফরিদপুর এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম৷ তিনি সাংবাদ কর্মিদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামে প্রায় ছয় মাস ধরে একটি বাড়িতে পাল শাসন আমলের প্রায় ৭শ” বছর আগেকার কষ্টি পাথরের ৩২ কেজি ওজনের বিষ্ণু মূর্তি ব্যবসা ও চোরাচালানের উদ্দেশ্যে হেফাজতে রেখেছে একদল লোক।এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মুর্তি ও নগদ টাকাসহ তিন জনকে আটক করি। এসময় স্থানীয় এক স্বর্নকার মুর্তিটিকে কষ্টি পাথরের মুর্তি বলে নিশ্চিত করেছে।
মুর্তিটির উচ্চতা ২৬.৫ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩২ কেজি। পরে রাতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় মামলা রুজু করে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া বলেন র্যাব-৮ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মুকসুদপুর থানায় হস্তান্তর করেছেন।আজ শুক্রবার তাদের কোর্টে প্রেরন করা হবে।