গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিলন মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামের জালাল মোল্লার ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানিয়েছেন, ভোর রাতে আহতাবস্থায় মিলন মোল্রা রাস্তায় পড়ে ছিলো। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।