খুলনা, বাংলাদেশ | ২১ মাঘ, ১৪৩১ | ৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
  বিশ্ব ইজতেমা দ্বিতীয় ধাপে আরও এক মুসল্লির মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে
  সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজ ঢাকায় গ্রেপ্তার

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের ২ ছাত্র নিহত  

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে  মাইক্রোবাস ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দুই ছাত্র নিহত হয়েছেন। শনিবার(২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও খুলনার খালিসপুরের আব্দুর রহমানের ছেলে আবদুর রহিম মাসুম (২০) ও একই এলাকার ইয়াহিয়া খানের ছেলে সাহাবুদ্দিন মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আতিকুল ইসলাম (২১)।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক সজীব কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে ঢাকামুখি দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে খুলনাগামী মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি রাস্তার পাশের গাছে সাথে সজড়ে ধাক্কা লাগে ও মটর সাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলে মটরসাইকেল চালক আবদুর রহিম মাসুম নিহত ও তার বন্ধু আতিকুল ইসলাম মারত্মক আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা আতিকুলকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দুই বন্ধু ঢাকা থেকে  মোটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন। পরে নিহতদের লাশ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!