গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনায় শ্রমিকের স্বামীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ২ শিশু সন্তান আহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার হরিদাসপুর ফেরিঘাট মনোরমা রাইস মিলে এই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন ইসলাম মোল্লা। তিনি ওই মিলের শ্রমিক নিপা বেগমের স্বামী। তিনি ওই এলাকার জনৈক ইউসুফ মোল্লার ছেলে। আহত ২জন হল, রোমানা ও মোস্তাকিম।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ।
জানা গেছে, রাতে রাইসমিল কর্মি স্বামী ও সন্তান নিয়ে বয়লারের পাশে একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ বয়লারের বিস্ফোরণ হয়। এ সময়ে ঘরের দেওয়াল ভেঙ্গে নুর ইসলাম মোল্লা ও তার ২ সন্তানের শরীরের ওপর পড়ে। ঘটনাস্থলে নুর ইসলাম মারা যান। আহত হয় তার ২ শিশু সন্তান। তাদের উদ্ধার করে স্থানীয়রা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খুলনা গেজেট/এসজেড