গোপালগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুইজন মা-কে সম্মাননা প্রদান করা হয়। আজ রোববার (১৪মে) বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আযোজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিক নাসিমা খানম প্রমুখ বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ দু’জন মায়ের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন।
খুলনা গেজেট/এনএম