খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

গোপালগঞ্জে বিচারক অপসারণের দাবি আইনজীবীদের

গে‌জেট ডেস্ক

বিচারপ্রার্থীকে বিচার না দেওয়া, ধর্ষণ মামলার বাদীকে অশ্লীল কথাবার্তা জিজ্ঞেস করা, আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার, নাজেহাল করাসহ স্বেচ্ছাচারী আচরণের অভিযোগে গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমাস হোসেনকে অপসারণের দাবি জানিছেন জেলা বারের আইনজীবীরা। সাত দিনের আলটিমেটাম দিয়ে আগামীকাল মঙ্গলবার(২২ মার্চ) থেকে ওই বিচারকের আদালত বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা।

আজ সোমবার(২১ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে অপসারণের দাবি জানিয়ে জেলা বারের আইনজীবীরা তাদের সম্মেলন কক্ষে প্রতিবাদ সভা করে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাস।

সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম জুলকদর রহমান, সাবেক পিপি গোলাম মেহেদী খান, আজগর আলী খান, জিপি সরদার দেলোয়ার হোসেন, কাজী মেজবাহ উদ্দিন খোকনসহ আরও অনেকে।

সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তগুলো আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, আইন কমিশনের চেয়ারম্যান, আইনমন্ত্রণালয়ের সচিব, অ্যাটর্নি জেনারেল, স্থানীয় এমপি ও জেলা জজের কাছে পাঠানো হয়।

আইনজীবীরা জানান, তারা ওই বিচারকের আদালতে কোনো মামলা লড়বেন না এবং তাঁর অপসারণ না হওয়া পর্যন্ত নানা ধরনের কর্মসূচি পালন করবেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!