গোপালগঞ্জে দুঃস্থ কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার গোপীনাথপুর আশ্রায়ণ প্রকল্পের ৯০টি অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
একই দিন তিনি কাশিয়ানী উপজেলার ফুকরা আশ্রায়ন প্রকল্পের ১৫০টি ও মুকসুদপুর উপজেলার বেজড়া ভাটরা আশ্রায়ন প্রকল্পের ৪৪টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও গুড়া দুধ।
এসব কর্মসূচিতে অন্যান্যের মধ্যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্রনাথ রায় ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম