খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের
  সালমান-আনিসুল-পলকসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার
  ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে শুরু

গোপালগঞ্জে টিসিবি পণ্য পাচারকালে আটক

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউপি অফিস গোডাউন থেকে টিসিবি পণ্য পাচারকালে ডিলার ও মালামালসহ স্থানীয় জনগণ আটক করে স্থানীয় চেয়ারম্যানের কাছে সোপর্দ করেছে।

পরে বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউপি চেয়ারম্যান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন।

কোটালীপাড়ার রামশীল ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস জানান, গতকাল সোমবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে রামশীল ইউপির অস্থায়ী গোডাউনে রাখা ১ হাজার ৪৫০ কেজি চাল, ৫৬ লিটার তেল ও ২০ কেজি মুসুরির ডাল টিসিবি ডিলার কাজী এমরান তার বাড়িতে নিয়ে যাবার সময় স্থানীয় জনগণ ধরে ফেলে। এসময় ডিলারসহ অন্যান্যদেরকে ধরে উত্তমমাধ্যম দিয়ে আমাদেরকে ডেকে এনে আমাদের হাতে তুলে দেয়। রাতেই আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানাই এবং সকালে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তার কাছে চিঠি দিয়েছি বলেও জানান তিনি। তাছাড়া বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদাউস ওয়াহিদ এর সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, ইতোমধ্যে উপজেলা কৃষি অফিসারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এসব মালামাল জনগণের মধ্যে বিতরণ না করে বাইরে বেশী দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান। এ বিষয়ে ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!