গোপালগঞ্জে অনুমোদনহীন ভাবে গড়ে উঠা ২টি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ইটভাটা মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ মনোয়ার হোসেন। এসময় গোপালগঞ্জ অঞ্চলের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন।
গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামে মেসার্স হাশেম ব্রিক্স ও মেঘনা বিক্সের মালিক পরিবেশ অধিদপ্তরের কোন অনুমোদন বা লাইসেন্স না নিয়েই ব্যবসা করে আসছিলেন। যা আইনের লঙ্ঘন। এই কারনে এই ২টি ইট ভাটা ভেঙ্গে দেয়া হয়েছে। এসময় মেসার্স হাশেম ব্রিক্সকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। মেঘনা ব্রিক্সের মালিক পলাতক থাকায় তার ভাটার সমস্ত মালামাল বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে রাখা হয়েছে।
খুলনা গেজেট/কেএম