র্যাবের যৌথ অভিযানে গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর সাবেক সেনা সদস্য হত্যা মামলার প্রধান আসামীসহ ৮ জন এজাহারনামীয় আসামী গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল এর নেতৃত্বে র্যাব-৬ সদর কোম্পানী (ভাটিয়াপাড়া ক্যাম্প) খুলনা ও র্যাব-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের তাদের গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর সাবেক সেনা সদস্য হত্যা মামলার (মামলা নং-৩১, তারিখঃ ৩০ অক্টোবর ২০২৩) প্রধান আসামীসহ ৮ জন এজাহারনামীয় আসামী ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় আত্মগোপনে আছে। পরে সেখান থেকে মোঃ কেরামত মোল্যা (৬০), মোঃ নুরু মোল্যা ওরফে নূর ইসলাম (৫৫), মোঃ অলিয়ার মোল্যা (৫০), মোঃ আবুল হাসান মোল্যা (৩০), মোঃ সাফি মোল্যা (৪০), মোঃ চাঁন মিয়া মোল্যা (৩৫), মোঃ হালিম মিয়া (৫০), ও মোঃ সোহেল মোল্যা (৪২)কে গ্রেপ্তার করে। পরে আসামীদেরকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/ এএজে