গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এর প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণিকে।
কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের দুজন অতিরিক্ত সচিব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সহিংসতা বা প্রাণহানির ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
খুলনা গেজেট/এসএস