খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

গোপনে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে, চুপিসারে বিয়ে করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বরিস তাঁর বাগদত্তা ক্যারি সিমন্ডসকে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালে আয়োজিত এক গোপন অনুষ্ঠানে বিয়ে করেছেন বলে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে। ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে শনিবার এই বিয়ের অনুষ্ঠানটি হয় বলে বেশ কয়েকটি সংবাদপত্রের খবরে বলা হচ্ছে।

তবে এ নিয়ে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।

তবে ব্রিটিশ সরকারের ওয়ার্ক অ্যান্ড পেনশনস বিষয়ক মন্ত্রী টেরেস কফি টুইট করেছেন : ‘আজকের বিয়ে উপলক্ষে বরিস জনসন ও ক্যারি সিমন্ডসকে অভিনন্দন।’

এ ছাড়া নর্দার্ন আয়ার‍ল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আরলেন ফস্টারও টুইটারে নবদম্পতিকে ‘বিশাল অভিনন্দন’ জানিয়েছেন।

অন্যদিকে আজ রোববার দ্য মেইলের খবরে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিয়ের অনুষ্ঠানে ৩০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাস মহামারিকালীন নিয়ম অনুযায়ী, কোনো অনুষ্ঠানে অভ্যাগতের সর্বোচ্চ অনুমোদিত সংখ্যাই ত্রিশ।

দ্য মেইলের খবরে আরও বলা হয়, ক্যাথলিক রীতিতে আয়োজিত বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতিতে গির্জার কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন। আর, বিয়ে পড়িয়েছেন ফাদার ড্যানিয়েল হামফ্রেস।

সংবাদমাধ্যম দ্য সান বলছে, ডাউনিং স্ট্রিটের জ্যেষ্ঠ কর্মকর্তারাও এই বিয়ের ব্যাপারে জানতেন না।

খবরে আরও বলা হয়, শনিবার ব্রিটিশ সময় বেলা দেড়টার কিছু পরে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রাল থেকে সাধারণ জনগণকে সরে যেতে বলা হয়। এর আধঘণ্টা পর একটি লিমোতে চড়ে সেখানে হাজির হতে দেখা যায় সাদা পোশাক পরিহিত ক্যারি সিমন্ডসকে। এ ছাড়া শনিবার রাতে কয়েকজন বাদ্যযন্ত্রী দশ নম্বর ডাউনিং স্ট্রিট ছেড়ে যাচ্ছেন, এমন ছবিও তোলা হয়েছে। ছাপ্পান্ন বছর বয়সী বরিস জনসনের সঙ্গে ৩৩ বছরের ক্যারি সিমন্ডসের প্রেমের খবর গণমাধ্যমে প্রথম আসে ২০১৯ সালে। এরপর গত বছরের ফেব্রুয়ারি মাসে তাঁরা বাগদানের খবর প্রকাশ করেন। আর, তাঁদের সন্তান উইলফ্রেডের জন্ম হয় গত এপ্রিলে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!