গৃহবধুর পোষাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এর ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে ফুলতলা থানা পুলিশ। গতকাল সোমবার ফুলতলা থানাধীন দামোদর গ্রাম এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের হলেন নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)।
এ সময় তাদের হেফাজত হতে ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তারকৃত নাজমুল শেখ ও ভিকটিম এর মধ্যে পারিবারিকভাবে পূর্ব শত্রুতা রয়েছে। নাজমুল শেখ বিভিন্ন সময় ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় নাজমুল শেখ গোপনে ভিকটিমের গোসলের পর পোশাক পরিবর্তনের অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে। উক্ত স্থিরচিত্র ও ভিডিও ভিকটিমকে দেখিয়ে তার কু-প্রস্তাবে রাজি হতে বলে অন্যথায় স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি প্রদান করে।
এই ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
খুলনা গেজেট/এনএম