খুলনা, বাংলাদেশ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  বাংলা নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে রাখা হল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

গৃহবধুকে ব্ল্যাকমেইলের ঘটনায় গ্রেপ্তার ২

গেজেট ডেস্ক

গৃহবধুর পোষাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এর ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে ফুলতলা থানা পুলিশ। গতকাল সোমবার ফুলতলা থানাধীন দামোদর গ্রাম এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হলেন নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)।

এ সময় তাদের হেফাজত হতে ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তারকৃত নাজমুল শেখ ও ভিকটিম এর মধ্যে পারিবারিকভাবে পূর্ব শত্রুতা রয়েছে। নাজমুল শেখ বিভিন্ন সময় ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় নাজমুল শেখ গোপনে ভিকটিমের গোসলের পর পোশাক পরিবর্তনের অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে। উক্ত স্থিরচিত্র ও ভিডিও ভিকটিমকে দেখিয়ে তার কু-প্রস্তাবে রাজি হতে বলে অন্যথায় স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি প্রদান করে।

এই ঘটনায় ফুলতলা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!