মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দার আদালতে মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন তারিখ দেন।
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ২৪ জন নিহতের ঘটনায় বংশাল থানায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২১ মে দিন ঠিক করেছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দার আদালতে মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন তারিখ দেন।
এর আগে গত ৯ মার্চ এ ঘটনায় ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের আদালতে নেওয়া হলে আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। বর্তমানে স্যানিটারি ব্যবসায়ী মিন্টু জামিনে রয়েছেন। ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান কারাগারে রয়েছেন।
গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ২৪ জন মারা যান।
ওইদিন বিকেল ৪টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।
এ ঘটনায় পুলিশ বংশাল থানায় অবহেলার অভিযোগে এনে মামলা করে।
খুলনা গেজেট/এনএম