ফোর্টনাইট ভিডিও গেম নির্মাতা এপিক গেমস অ্যালফাবেটের গুগল এবং বিশ্বের বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছে।
ফোর্টনাইট ভিডিও গেম নির্মাতা এপিক গেমস গত সোমবার (৩০ সেপ্টেম্বর) অ্যালফাবেটের গুগল এবং বিশ্বের বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছে। এই মামলা কেন্দ্র করে এখন আলোচনা চলছে এই গুগল এবং স্যামসাং নিয়ে। যদিও এখনও এ বিষয়ে কিছু বলছে না কোম্পানি দুইটি।
দ্য ভার্স থেকে জানা যায়, ফোর্টনাইট ভিডিও গেমের নির্মাতা এপিক গেমসের নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে, যার নাম ‘এপিক গেমস স্টোর’। কোম্পানিটি গত ডিসেম্বরে সার্চ জায়ান্ট গুগলের বিরুদ্ধে একটি অ্যান্টিট্রাস্ট মামলা জিতেছে, যেখানে গুগলকে অ্যানড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপ বিতরণ ও ইন-অ্যাপ বিলিং পরিষেবায় অবৈধ একচেটিয়া অধিকারী বলে দেখানো হয়। সম্প্রতি কোম্পানিটি আবারো গুগলের বিরুদ্ধে একটি মামলা করলো। সেই সঙ্গে দক্ষিণ কোরীয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলায় এপিক গেমস দাবি করেছে, স্যামসাংয়ের অটো ব্লকার ফিচারটি ইউজারদের নতুন স্যামসাং ডিভাইসে এপিক গেমস স্টোর ইনস্টল করতে বাধা দিচ্ছে। ফিচারটি শুধু গুগলের প্লে স্টোর ও স্যামসাং গ্যালাক্সি স্টোর থেকে অ্যাপ ইনস্টলেশনের অনুমতি দেয়। এটি তৃতীয় পক্ষের ইনস্টলেশন ব্লক রাখে, যতক্ষণ না ব্যবহারকারী এটি নিষ্ক্রিয় করেন।
এপিক গেমসের সিইও টিম সুইনি দাবি করছেন, গুগল ও স্যামসাং হয়তো একসঙ্গে কাজ করছে, যদিও তিনি স্বীকার করেছেন যে এ দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তবে স্যামসাং ফোনে এপিক গেমস স্টোর ইনস্টলে প্রতিবন্ধকতার প্রমাণের বিষয়টি দ্য ভার্জের সাংবাদিক শন হলিস্টারও জানিয়েছেন।
তিনি জানান, অটো ব্লকার নিষ্ক্রিয় করার প্রক্রিয়া বেশ জটিল। এছাড়া ফিচারটি বন্ধ করার কোনো দিকনির্দেশনাও নেই ডিভাইসে।
অন্যদিকে মামলা করার বিষয়টি নিয়ে এখনো গুগল ও স্যামসাং কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে প্রযুক্তি সংশ্লিষ্টদের কোম্পানি দুটোর মতামত জানার অপেক্ষায় আছেন।
খুলনা গেজেট/এনএম