রাজশাহীতে তানোর উপজেলায় গির্জায় তিনদিন তরুণীকে আটকে রেখে ধর্ষণে অভিযুক্ত ফাদার প্রদীপ গ্যা গরীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর আমচত্বর সংলগ্ন বিশপ হাউজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে রাত সাড়ে ৮টার দিকে তানোর থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়।
তিনদিন ধরে গির্জায় আটকে রেখে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ফাদারের বিরুদ্ধে। ঘট্নাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা মাহালীপাড়া এলাকায় ‘সাধুজন মেরী ভিয়ান্নী গির্জা’য়। গির্জায় কিশোরীকে আটকে রাখা হয়েছে এমন খবর পেয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ও পুলিশকে সাথে নিয়ে ফাদারের কক্ষ থেকে কিশোরীকে উদ্ধার করে পরিবার।
কিশোরীর স্বজনরা জানান, গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে গির্জার পাশে ঘাস কাটতে যাওয়ার পর নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুজির পর তার সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে তার বড় ভাই।
২৮ সেপ্টেম্বর দুপুরে সন্ধান মেলে কিশোরী গির্জার ফাদার প্রদীপের ঘরে রয়েছে। ওইদিন সন্ধ্যায় গ্রামের মোড়ল ও মুণ্ডুমালা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক কার্মেল মার্ডির নেতৃত্বে গির্জার ভেতরে শালিস বৈঠক হয়। বৈঠকের পর ফাদার প্রদীপকে অপসারণ করে রাজশাহীতে নিয়ে আসা হয় আর কিশোরীকে গির্জার ভেতরে সিস্টারদের কাছে রাখা হয়।
এরপর খবর পেয়ে মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) বিকেলে গির্জায় যান তানোর উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ। তারা কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। রাতে কিশোরীর ভাই বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে চার্চের ফাদারের নামে মামলা করেছেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, শারীরিক পরীক্ষার জন্য ওই কিশোরীকে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। গ্রেফতার ফাদার প্রদীপকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
খুলনা গেজেট/এআইএন