জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ‘কারার ঐ লৌহ কপাট’Ñগানের সুর বিকৃতির প্রতিবাদে বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ সংস্কতিকর্মী সমাবেশ মঞ্চ, খুলনার উদ্যোগে শহীদ হাদিস পার্ক সংলগ্ন সড়কে সাংস্কৃতিক সংগঠক এ্যাড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে মানববন্ধনের সূচনা হয়ে সংস্কৃতি কর্মী ও শিল্পী হুসাইন বিল্লার সঞ্চালনায় বক্তারা বলেন, এই সুর বিকৃতি শুধু একটি গানের বিকৃতি নয়, একটি জনগোষ্ঠীর আবেগ ঐতিহ্যের প্রতি আঘাত, সুর বিকৃতিতে মানববন্ধনে শিল্পী এ আর রহমানসহ যারা কন্ঠ দিয়েছে, তীর্থ ভট্টাচার্য, পিযূষ দাস, শালিনী মুখোপাধ্যায় ও অন্যান্য শিল্পীসহ পিপ্পা চলচ্চিত্রের সাথে যুক্ত সকলের বিরুদ্ধে এই অপরাধের জন্য ধিক্কার জানান।
বক্তারা আরো উল্লেখ করেন, কবির এই গানের সঙ্গে বৃটিশ বিরোধী আন্দোলন থেকে আমাদের মুক্তিযুদ্ধসহ শত সহস্র বিপ্লবীর আবেগ জড়ানো, আমাদের স্বদেশ প্রেম আর প্রতিটি আন্দোলন সংগ্রামে এখনো ‘কারার ঐ লৌহ কপাট’ উজ্জ্বীবনী শক্তি যোগায়, যে গান আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা, সে গান আমাদের আবেগের, সে গান আমাদের অস্তিত্বের, সে গান আমাদের সকল সংগ্রামের সারথী, সে গান বিকৃতি সুরারোপ করে এ আর রহমান শুধু অন্যায় করেননি, গুরুতর অপরাধও করেছেন, যা শাস্তিযোগ্য। বক্তারা অবিলম্বে ওই বিকৃতি সুরের গান পিপ্পা সিনেমাসহ সকল মাধ্যম থেকে প্রত্যাহারের দাবি জানান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ভারতীয় দূতাবাসের মাধ্যমে এর প্রতিবাদ ও প্রয়োজনীয় ব্যব¯থা গ্রহনের জোর দাবী জানানো হয়।
মানববন্ধনের চলাকালে মাঝে মাঝে কবির ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ ছবিতে অংশগ্রহণকারী শিল্পী প্রফেসর সাধন ঘোষ-এর পরিচালনায় ও সহযোগী শিল্পীদের কন্ঠে পরিবেশিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সুবির বোস, এ্যাড. কুদরত-ই-খোদা, মিজানুর রহমান পান্না, অরবিন্দ মৃধা, শরীফ খান, বেনজির আহম্মেদ জুয়েল, ডা: আর. কে. নাথ, তরুণ মজুমদার, জেসমিন জামান, শেখ মফিদুল ইসলাম, অধাপিকা অশোকা দত্ত, কবি ওলিউর রহমান, ভারতী ঘোষ, শের আলি শেরবাগ, অধ্যাপক গৌতম কুমার কুন্ডু, কবি নুরুন নাহার হীরা, জাহানারা বেগম, বিকাশ চন্দ্র মন্ডল, নাজমুল তারেক তুষার, জেসমিন জামান, অধ্যাপক জাহাঙ্গীর আলম, কবি ইমদাদ আলি, এল. কে. টপি, রাজু আহম্মেদ ও মো: সাগর।
খুলনা গেজেট/কেডি