খুলনা, বাংলাদেশ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বৃদ্ধ নিহত
  বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

গাজীরহাটে পলাতক ইউপি চেয়ারম্যান ঠান্ডু মোল্লার বাড়ি দুর্বৃত্তদের ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোল্যা মফিজুল ইসলাম ঠান্ডুর বাগমারা গ্রামের বসতবাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে দুর্বৃত্তরা তার বসত ঘরের দেয়াল ভাঙচুর করে।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ৫ আগস্টের পরবিগত আওয়ামী লীগ সরকারের আমলে গাজীরহাট ইউনিয়নের একচ্ছত্র অধিপতি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ঠান্ডু মোল্লা ও তার ভাই যুবলীগ নেতা হামিম মোল্লা পলাতক রয়েছে।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচএম শাহীন খুলনা গেজেটকে বলেন , মঙ্গলবার (১ এপ্রিল) রাত আনুমানিক ১১ টার দিকে দুর্বৃত্তরা দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের পলাতক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডুর বাড়ি ভাঙচুর পরে বলে আমরা খবর পেয়েছি। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!