গাজীপুরে বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন কেয়া নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল থেকে এ-শিফটের শ্রমিকরা এসে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়েছে যায়। তাদের দাবি গত ২ বছরের ছুটির টাকা ও ফেব্রুয়ারি মাসের বেতনের টাকা দেই-দিচ্ছি বলে তালবাহানা করে আসছে কর্তৃপক্ষ।
আন্দোলনের মুখে সোমবার বিকেলে শুধু কেয়া স্পিনিং মিলের শ্রমিকদের ঈদ বোনাস দেয়া হয়েছে। তার পরও কর্মবিরতি চালিয়ে যায় তারা। ইফতারের পর স্পিনিং মিলের শ্রমিকদের সঙ্গে কেয়া নীট কম্পোজিট লিমিটেড এবং গার্মেন্টসের শ্রমিকরা একতাবদ্ধ হয়ে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখে। রাত ১১টার সময় রাস্তা থেকে অবরোধ তুলে নেয়। কিন্তু মূল ফটকে নাইট শিফটের শ্রমিকরা অবস্থান নেয়।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুর-২ এর পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, শ্রমিকদের বেতন-ভাতা বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করি দ্রুত সময়ে সমস্যার সমাধান হবে।
খুলনা গেজেট/এনএম