খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

গেজেট ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলির চালা এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ ৩৭ জনের মধ্যে দু’জনের মৃত্যু হলো।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. মনসুর (৩০)। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।

শনিবার সকালের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, গাজীপুরের কালিয়াকৈর থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ৩৭ জন এসেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আজ সকাল ৯ টার দিকে মনসুর নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এখন পর্যন্ত এই ঘটনায় দুইজনের মৃত্যু হলো। দগ্ধদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

এর আগে গতকাল এই ঘটনায় দগ্ধ সোলায়মান মোল্লা নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

সোলেমান মোল্লা সিরাজগঞ্জের শাহজাদপুরের হোসেন মোল্লার ছেলে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় কালিয়াকৈর কোনাবাড়ী তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৭ জন হাসপাতালে এলে তাদের মধ্যে ৩৪ জনকে ভর্তি করা হয়েছিল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!