ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯ মাস ধরে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৮৭ হাজারের বেশি ফিলিস্তিনি। গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শুক্রবার ভোর থেকে চালানো হামলায় দুইজন ফিলিস্তিনি সাংবাদিকসহ ২৭ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরার।
এছাড়া অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের হামলা শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৮ হাজার ১১ জন। অন্যদিকে হামলায় আহত হয়েছেন অন্তত ৮৭ হাজার ৪৪৫ জন।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরাইলি। ওইদিন দুই শতাধিক ইসরাইলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।
ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার দেশ ইসরাইল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগ নারী ও শিশু।
হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধরে নেওয়া হয়েছে।