খুলনা, বাংলাদেশ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ২২
  কুষ্টিয়ার বটতৈলে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরা শিবিরের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ফিলিস্তিনির গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর ও জেলা শাখা। শুক্রবার (১১এপ্রিল) দুপুরে জুম্মার নামাজের পর সাতক্ষীরা খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্ত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের নিউমার্কে চত্ত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে গাজায় গণহত্যা বন্ধে অন্তর্ববতী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান জানান শিবির নেতারা।

পূর্বঘোষণা অনুযায়ি দুপুর সোয়া ২টায় সাতক্ষীরা শহরের খুলনারোড মোড়স্থ শহিদ আসিফ চত্ত্বর থেকে শিবিরের বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে নিউমার্কেট চত্ত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। সেখানে বিক্ষোভ সমাবেশে কথা বলেন ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন।

তিনি বলেন, মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে। এসময় বিরোধী মতকে থামাতে ইসরাইলের সঙ্গে চুক্তি করে আড়িপাতার বিভিন্ন প্রযুক্তি কেনায় শেখ হাসিনার সমালোচনা করেন শিবির নেতারা। সেইসব চুক্তি প্রকাশের পাশাপাশি অন্তর্ববতী সরকারকে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান নেতারা। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিবির নেতারা।

শিবিরের জেলা সভাপতি ইমামুল হোসেন বলেন, আমাদের হৃদয় আজ ক্ষতবিক্ষত, আমাদের কলিজায় দাও দাও করে আগুন জ্বলছে। বর্বর ইসরাইল গাজার মুসলমানদের উপর অবৈধভাবে হামলা চালিয়ে অন্যায়ভাবে হত্যা করছে। তাদের এই বর্বর হামলার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে হাজার হাজার নারী ও শিশুসহ অসংখ্যা মানুষ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিম সমাবেশে বলেন, যে বিশ্বের মোড়লরা ওয়াইসি ও জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নিরব থাকে এরকম ওয়াইসি এবং জাতিসংঘের প্রয়োজন নেই।

এদিকে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর সাতক্ষীরার শহরের নিউমার্কেট চত্ত্বর এলাকায় এক প্রতিবাদ সমাবেশের ডাক দেয় জেলা ইমাম পরিষদ। সহস্রাধিক মুসল্লী এই সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা অবিলম্বে গাজায় ইসরাইল হমলা বন্ধে বিশ্ব মুসিলম নেতৃবৃন্দের হস্তক্ষেপ আহবান করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!