“ফিলিস্তিনিদের হত্যার জবাব দে, ইসরায়েলি পণ্য খাবো না, বেচবোনা’ এই স্লোগানকে সামনে রেখে গাজায় ইসরায়েল কর্তৃক চলমান গণহত্যার প্রতিবাদে বুধবার (৯ এপ্রিল) বেলা ১০টায় সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
ইসরায়েলে বাহিনীর নৃশংস হামলা ও বর্বরতার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বলে পরিচিত কোমলপানীয় কোকা কোলা ও স্প্রাইট মাটিতে ফেলে দিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষনা দেয় সাতক্ষীরা জেলা বিএনপির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি, শফিকুর রহমান বাবুসহ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেন, আমেরিকা শুধু মানুষের অধিকারের কথা বলে। কিন্তু গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে কিছু বলে না। তারা শুধু মুখেই মানবাধিকারের কথা বলে। আমরা এই গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
অন্যান্য বক্তারা বলেন, পৃথিবী থেকে ইসরায়েলকে অবাঞ্চিত করে মানবতার জয়গান ও ফিলিস্তিনির জয়গান নিশ্চিত করতে হবে। একই সাথে সব ধরনের ইসরায়েলির পণ্য বয়কট করতে হবে। বক্তারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইসরায়েলি সব পণ্য সরিয়ে ফেলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। একই সাথে কোন ব্যবসা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা না করতে সকলের প্রতি আহবান জানান।
খুলনা গেজেট/জেএম