গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১২৫ কেন্দ্রে কর্মকর্তাকে দায়িত্ব পালনে অবহেলায় সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকরে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কাছে চিঠি দেবে ইসি।
রিটার্নি অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ইসি।