খুলনা, বাংলাদেশ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূস ১৮ কোটি জনগণের, পদত্যাগ চাই না : ফারুক
  ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

গাঁয়ে আগুন লাগিয়ে কলেজছাত্রীর আত্মহত্যায় মামলা, প্রেমিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় প্রেম প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজ ছাত্রী গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আত্মহননকারি কলেজ ছাত্রী পিতা মো. কামরুল ইসলাম সরদার বাদি হয়ে বৃহস্পতিবার (১ মে) রাতে তালা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ইমাম আমিনুর রহমানের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। পুলিশ মসজিদের ইমাম আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম মো. আমিনুর রহমান (২৫) খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. রবিউল ইসলাম গাজীর ছেলে।

অগ্নিদগ্ধ হয়ে আত্মহননকারি কলেজ ছাত্রী সানজিদা আক্তার তুলি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মো. কামরুল ইসলাম সরদারের মেয়ে। সে তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

প্রসঙ্গত, কলেজ ছাত্রী তুলি ঘোনা গ্রামে তাদের বাড়ির পাশের একটি মসজিদের ইমাম খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমিনুর রহমানকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু তার প্রস্তাবে ইমাম আমিনুর রহমান রাজি না হয়ে তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। একপর্যায় কাউকে কিছু না জানিয়ে গত ১৫দিন আগে মসজিদের ইমামতি ছেড়ে পালিয়ে বাড়িতে চলে যায় ইমাম আমিনুর। আমিনুর চলে যাওয়ার পর থেকে তুলি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায় বৃহস্পতিবার ( ১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তার মা অন্যের বাড়িতে কাজে গেলে কেউ না থাকার সুযোগে তুলি গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। পরে তার আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে জ্বলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে বিকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, কলেজ ছাত্রী তুলির মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মৃতের পিতা মো. কামরুল ইসলাম সরদার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মসজিদের ইমাম আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার (২ মে) আসামি আমিনুর রহমানকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে প্রেরণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!