খুলনার গল্লামারী ও চুকনগর স্মৃতিসৌধ বর্ধিতকরণ হচ্ছে। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা। তবে প্রকল্পটি অনুমোদনের সময় নকশার পরিবর্তন হলে ব্যয় আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গণপূর্ত বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, এই দুটি স্মৃতিসৌধ বর্ধিতকরনের বিষয়ে সম্প্রতি গণপূর্ত বিভাগ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। অনুমোদন মিললেই দরপত্র আহবান করা হবে। গত বছর খুলনার নতুন আরও কয়েকটি স্মৃতিসৌধ নির্মাণসহ গল্লামারি ও চুকনগরের স্মৃতিসৌধ বর্ধিতকরণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আভ্যন্তরীণ জটিলতা এবং চলতি বছরের করোনার প্রভাবে প্রকল্পে ধীরগতি দেখা দেয়।
প্রস্তাবিত প্রকল্পে স্মৃতিসৌধ বর্ধিত করার জন্য প্রত্যেকটির জন্য ৮০ লাখ টাকা করে মোট ১ কোটি ৬০ টাকার ব্যয় নির্ধারণ করা হয়েছে। তবে প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় আছে। একটি সূত্র জানিয়েছে, প্রয়োজনে এই ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বর্ধিতকরণের জন্য ব্যয় আরও বাড়তে পারে। যা নির্ভর করবে নকশার ওপর। তবে এখনই চ‚ড়ান্তভাবে সবকিছু বলা যাচ্ছে না। প্রকল্প অনুমোদনের পরই নকশাসহ ব্যয় নির্ধারণের বিষয়ে চূড়ান্তভাবে বলা যাবে।
সম্প্রতি মন্ত্রণালয় থেকে খুলনার স্মৃতিসৌধ নির্মাণ প্রকল্পের অগ্রগতি জানতে চেয়ে স্থানীয় গণপূর্ত বিভাগে চিঠি চাওয়া হয়েছে। চিঠিতে বর্ধিতকরণসহ খুলনায় নতুন করে আরও কয়েকটি স্মৃতিসৌধ নির্মাণের বর্তমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রণালয়ে অবগত করা হয়েছে।
গণপূর্ত বিভাগ-২ খুলনার নির্বাহী প্রকৌশলী মো: নাসির উদ্দিন খান বলেন, একটি প্রকল্পের আওতায় খুলনায় নতুন করে কয়েকটি স্মৃতিসৌধ নির্মাণসহ গল্লামারি ও চুকনগরের স্মৃতিসৌধ বর্ধিতকরণের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদন হলেই বিস্তারিত জানানো যাবে।
খুলনা গেজেট/নাফি