খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

গর্বের ও মর্যাদার পদ্মা সেতু : কুমার বিশ্বজিৎ

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ‘তুমি অবিচল দৃঢ়প্রতিজ্ঞ, তুমি ধূমকেতু / বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে পদ্মা সেতু’—এমন কথার গানের শুটিং পদ্মা সেতু এলাকায় শেষ করেছেন সংগীতশিল্পীরা। তারা সেতুতে তুলেছেন ছবিও। কন্ঠশিল্পি কুমার বিশ্বজিৎ নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে সাড়ে ৫টায় ছবি দুটি আপলোড দিয়েছেন।

তার ভেরিফাইড ফেসবুক পেইজে আপলোড করা ছবিতে দেখা যায়- বোতাম খোলা ডিপ অরেন্জে রংয়ের ফুল হাতা শার্ট, ভেতরে কালো গেন্জি আর কালো জিন্স পরে দু‘হাত মেলে স্বপ্নের পদ্মা সেতুর ওপরে দাড়িয়ে রয়েছেন দেশ বরেণ্য কন্ঠশিল্পি কুমার বিশ্বজিৎ। ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন-‘গর্বের ও মর্যাদার পদ্মা সেতু’।

ছবি দুটি পোষ্টের মাত্র একঘন্টায় সেটিতে লাভ ও লাইক রিয়েক্ট দিয়েছেন হাজার হাজার ফেসবুক ইউজার। কমেন্টও পড়েছে অনেক। অধিকাংশ কমেন্টেই তাকে শুভকামনা জানিয়ে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা।

আর মাত্র ৮দিন পরই চালু হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ সেতুর উদ্বোধন উপলক্ষে চলছে নানা আয়োজন।

একাধিক গানও তৈরি হয়েছে পদ্মা সেতু নিয়ে। দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা কণ্ঠ দিয়েছেন এসব গানে। তাদের মধ্যে রয়েছেন দেশ বরেণ্য কন্ঠশিল্পি কুমার বিশ্বজিৎ। গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন কিশোর দাস। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি গানটি গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, রফিকুল আলম, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, দিলশাদ নাহার কনা, নিশিতা বড়ুয়া, ইমরান মাহমুদুল ও কিশোর দাস।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!