খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

গেজেট ডেস্ক

মাগুরায় গরু চোর সন্দেহে কাজল মুন্সী (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ ডিসেম্বর) সদর উপজেলার ছোনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজল মুন্সী একই উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত লোকমান মুন্সীর ছেলে।

সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এ এস আই) রাকিবুল ইসলাম জানান, শুক্রবার ভোরে উপজেলার মঘি ইউনিয়নের শেখপাড়া এলাকার কহিনুর বিশ্বাসের বাড়িতে চুরি করতে যান কাজল মুন্সীসহ কয়েকজন। সেখানে কহিনুর বিশ্বাসের গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরি করে আসার পথে ছোনপুর এলাকায় আসলে উচ্চস্বরে কুকুর ডাকা ডাকি করতে থাকে। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করলে দুজন মোটসাইকেলে পালিয়ে যান।

অন্যদিকে কাজল মুন্সী ফসলের মাঠ দিয়ে দৌড়ে পালাতে গিয়ে স্থানীয় জনতার হাতে গণপিটুনিতে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা গ্রাম পুলিশের সহযোগিতায় তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!