খুলনা, বাংলাদেশ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

গরমে যেমন হবে ঈদের সাজ

লাইফ স্টাইল ডেস্ক

গরমে ঈদ হলে ঠিক মন ভরে সাজার ‍উপায় থাকে না। ঈদের দিন নিজেকে দেখতে সুন্দর লাগুক, এমনটা চাওয়া থাকে সবারই। কিন্তু ঠিকঠাকভাবে সাজতে না পারলে দেখতে উল্টো অদ্ভুত লাগে। গরম বলে কি সাজবেন না! নিশ্চয়ই সাজবেন। যদি চান ঈদের দিনটিতে আপনাকে দেখতে সবচেয়ে সুন্দর লাগুক, তবে সাজের ক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। চলুন জেনে নেওয়া যাক-

মেকআপ
সাজের ক্ষেত্রে মেকআপের বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে। কারণ মেকআপ ভালোভাবে করা না হলে দেখতে কিম্ভুতকিমাকার লাগে। আর গরমে মেকআপ গলে গিয়ে লেপ্টে যাওয়ার ভয় তো থাকেই। তাই মেকআপ কেনার আগে সবার আগে ভালো ব্র্যান্ড দেখে কিনতে হবে। স্বস্তা মেকআপ আপনার পকেটের জন্য ভালো হলেও ত্বকের জন্য হতে পারে বড় ক্ষতির কারণ। আর দেখার সৌন্দর্যও নষ্ট করবে অনেকখানি। তাই আপনার ত্বকের ধরন বুঝে মেকআপ কিনতে হবে। গরমে মেকআপের ক্ষেত্রে ভারী মেকআপ পুরোপুরিই এড়িয়ে চলতে হবে। এর বদলে বেছে নিতে হবে হালকা ধরনের সাজ।

চোখের সাজ
চোখেও হালকা সাজ বেছে নিতে হবে। কারণ গরমের দিনে চোখ কিংবা ঠোঁট, ভারী সাজই একদমই মানানসই নয়। আইশ্যাডোর রং যেন খুব বেশি চকচকে না হয়, বরং বেছে নিতে পারেন ম্যাট কোনো আইশ্যাডো। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে বা তার অপজিট রঙের হালকা শেডের আইশ্যাডো বেছে নিতে পারেন। আলাদা আইল্যাশ পরার প্রয়োজন নেই, কারণ যত বেশি ন্যাচারাল থাকবেন, দেখতে ততই ভালোলাগে। চাইলে চোখের কোলে হালকা করে কাজল টানতে পারেন।

গয়না
গয়নার বিষয়টি আসলে অনেকটাই নির্ভর করে রুচির ওপর। ঈদে কেমন গয়না পরবেন তা নির্বাচন করতে হবে আপনাকেই। অনেকে আবার বাড়তি গয়না পরতে পছন্দও করেন না। তবে আপনি যদি গয়নাপ্রেমী হন, এই দিনে হালকা ধাঁচের গয়নাই বেশি মানানসই হবে। বিশেষ করে দিনের বেলায়। আর রাতের দাওয়াত হলে একটু ভারী ধরনের গয়নাও পরতে পারেন। তবে সবটাই নির্ভর করছে আপনার বয়স, রুচি, সামাজিক অবস্থান সবকিছুর ওপর। ঈদে সাধারণত স্বর্ণ, রূপা, অক্সিডাইজ, গোল্ড প্লেটেড ইত্যাদির গয়নাই বেশি পরা হয়। মাটি, কাঠ, ফুল ইত্যাদির গয়না এ ধরনের উৎসবে খুব একটা মানানসই নয়।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!