আন্তর্জাতিক বাজারে আরও ঊর্ধ্বমুখী হয়েছে গমের সরবরাহ মূল্য। সোমবার (১৩ মার্চ) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) আরেক দফা বেড়েছে খাদ্যপণ্যটির দাম। ইউএস ডলারের দর কমায় এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে উল্লেখ করা হয়, কৃষ্ণসাগর বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে চলতি সপ্তাহে বৈঠক হবে। আপাতত সেদিকে নজর রাখছেন ব্যবসায়ীরা।
সিঙ্গাপুর-ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, এ সপ্তাহে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি পুনর্নবায়নের বিষয়ে এক সিদ্ধান্ত আসবে। এখন সেই প্রত্যাশায় আছে বাজার।
সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের চুক্তি মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ৬ ডলার ৮২ সেন্টে। এর আগে খাদ্যপণ্যটির দাম ২০ মাসের মধ্যে সবচেয়ে কম ছিল। ২০২১ সালের জুলাইয়ের পর তা সর্বনিম্ন মূল্য স্পর্শ করে।
সম্প্রতি আকস্মিক বন্ধ হয়ে গেছে সিলিকন ভ্যালি ব্যাংক। যার নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। এতে বিনিয়োগকারীরা আশা করছেন, নমনীয় মুদ্রানীতি গ্রহণ করবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে মার্কিন মুদ্রার অবনমন ঘটছে। পরিপ্রেক্ষিতে গমের দাম কমেছে।
চলতি সপ্তাহে জেনেভায় রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘের এক শীর্ষ প্রতিনিধি। সেখানে ইউক্রেন থেকে খাদ্যপণ্য রপ্তানি আরও বাড়াতে আলোচনা হবে। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কৃষ্ণসাগর বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানি চুক্তি বৃদ্ধি সমঝোতায় অংশ নেয়ার বিষয়টি কেউ জানে না।
খুলনা গেজেট/ এসজেড