গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্বাধীনতা দিবস হল এবং গেস্ট হাউসের মাঝের পরিত্যক্ত জায়গা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ১টায় প্রক্টোরিয়াল বডি ও হল প্রভোস্টের একটি টিম হলের কিছু রুমে তল্লাশি চালায়।
জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই তল্লাশি চালায়। এতে বেশ কয়েকটি রামদা, রড এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়। অভিযোগ উঠে, ছাত্রদলের নেতাকর্মীদের কক্ষে এ অস্ত্রগুলো মজুদ করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। ছেলেদের হলগুলোতে এখন থেকে নিয়মিত এসব অভিযান পরিচালনা করা হবে।
এ বিষয়ে জানতে স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মাহবুব আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। উক্ত অভিযানে হল এবং গেস্ট হাউসের মাঝের পরিত্যক্ত জায়গায় কিছু রড, পাইপ এবং রামদা পাওয়া যায়।
আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি, এর সাথে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
খুলনা গেজেট/এনএম