খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে খুবি’র কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায় অদম্য বাংলার পাদদেশে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ও আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ডকুমেন্টারি প্রদর্শনী। সকাল ১০.৩০টায় গণহত্যা ও নির্যাতন বিষয়ক স্থাপনাশিল্পের উদ্বোধন। এছাড়া রাত ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয় নিষ্প্রদীপকরণ।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬ টায় অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, সকাল ৯টায় মন্দিরে প্রার্থনা, বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!