ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর কেন্দ্রীয় নেতারা আজ খুলনায় আসছেন। লেজুড়বৃত্তিমুক্ত স্বাধীন গণতান্ত্রিক ছাত্র রাজনীতির বার্তা নিয়ে খুলনা বিভাগের কার্যক্রম শুরু করবে তারা। প্রাক প্রস্তুতি হিসেবে আজ সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে ইফতার মাহফিলে অংশ নিবেন তারা।
এই ইফতারে গণঅভুত্থ্যানে অংশ নেওয়া বন্ধু প্রতিম ছাত্র সংগঠন, শহীদ ও আহত পরিবারের সদস্যরা, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, খুলনা বিভাগের ১০টি জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জহুরুল তানভীর জানান, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান, মুখপাত্র আশরেফা খাতুন ও মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী আজকের ইফতারে অংশ নেবেন। তারা ছাত্র সংগঠক এবং সুধীজনেেদর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। ইফতারে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
খুলনা গেজেট/ টিএ