বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জনগনের ভোট ও ভাতের অধিকার আদায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এ লড়াইয়ে তরুণ-যুবকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশের সকল ক্রান্তিকালে বিএনপি’র নেতৃত্বে দেশের আপমর জনগন ঝাঁপিয়ে পড়েছিল। আজ শেখ হাসিনা সরকার পতন নিশ্চিত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জনগনের সরকার প্রতিষ্ঠা করেই এদেশের তরুণ-যুবকেরা ঘরে ফিরবে, ইনশাআল্লাহ্। আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোড মার্চ সফলের লক্ষ্যে খুলনা জেলা যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেনের সভাপতিত্বে যুগ্ম-সম্পাদক শেখ হাবিবুর রহমান বেলালের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা সাইফুল রহমান মিন্টু, বিএনপি নেতা মোল্লা সাইফুর রহমান, এমএ মান্নান, যুবদল নেতা রাহাদুল হক কচি, শেখ শাহিনুর রহমান, ইয়ারুর ইসলাম রিপন, মমিনুর রহমান সাগর, ফারুক খন্দকার, মোঃ বাহাদুর মুন্সি, আমিনুল ইসলাম বুলবুল, মোঃ পীর আলী, সেলিম চৌধুরী, মোঃ জুয়েল আকন, রাসেল শেখ সজীব, সোহেল রানা তুহিন, তৌহিদুর রহমান শান্ত, মোস্তফা খালিদ, মোঃ আমির হোসেন, গাজী ফয়সাল আলম, মাসুম বিল্লাহ, সৈয়দ আল শাকিল, মোঃ মোহর আলী, সোহাগ গোলদার, শফিকুল ইসলাম সফিক, মোল্লা শাহিন, আব্দুল্লাহ আল মামুন লিপু, সরদার ওয়ালিদ, শেখ ফরিদুজ্জামান উজ্জ্বল, সাজু হাওলাদার, গাজী তারিকুল ইসলাম, মীর্জা তারেক, সোহাগ হাওলাদার ও শহিদুল ইসলাম প্রমুখ।
খুলনা গেজেট/কেডি