খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

খেলায় ফিরতে মরিয়া রুমানা-সালমারাও

আল মামুন

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে। ফলে ঘরোয়া ক্রিকেট শুরুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতিমধ্যে টাইগার ক্রিকেটাররা দলগতভাবে অনুশীলন ক্যাম্প করেছেন। আবারও শুরু করবেন আগামীকাল (বৃহস্পতিবার) থেকে। তবে নারী ক্রিকেটাররা এখনও ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের মধ্যেই আছেন। যদিও শিগগিরই খেলায় ফিরতে চান রুমানা-সালমারাও। ঘরোয়া ক্রিকেট শুরু করা না গেলেও অন্তত দলীয় ক্যাম্প করানোর দাবি তাদের। খুলনা গেজেটের আলাপকালে নারী ক্রিকেটের দুই ফরমেটের দুই অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদ এসব কথা বলেন।

দুই মাসেরও বেশী সময় ধরে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করলেও সেটাকে এখন আর পর্যাপ্ত মনে করছেন না নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। মাঠের খেলা খুব মিস করছেন তিনি। আর তাই মাঠের খেলায় ফিরতে চান যত দ্রুত সম্ভব।

রুমানা বলেন, ‘খুব ইচ্ছে করছে খেলতে। আর কতদিন এভাবে থাকবো? আমরা যারা ব্যক্তিগতভাবে অনুশীলন করছি, তাদের সাহায্য করতে যে দুয়েকজন ছেলে থাকতো, তারাও কিন্তু ঠিকভাবে আসতে পারছে না। এভাবে তো আসলে আমাদের এগিয়ে নেওয়া আর সম্ভব হচ্ছে না। আমাদের অবশ্যই খেলা দরকার, যত দ্রুত সম্ভব। অন্তত ঘরোয়া ক্রিকেট যেটা শুরু হওয়ার কথা ছিলো জাতীয় লিগ কিংবা প্রিমিয়ার লিগ এটা হলেও শুরু করা দরকার। তবে স্বাস্থ্যবিধি তো অবশ্যই আগে। সেটা মেনেই যেন আমাদের খেলা দ্রুত শুরু করা যায়।’

এই মুহুর্তে খেলা শুরু না করা গেলেও দলীয় ক্যাম্পটা বেশী দরকার; এটার ব্যখ্যা দিয়ে টাইগ্রেস এ অলরাউন্ডার বলেন, ‘যদি খেলা শুরু করা সম্ভব না হয়, তাহলে অন্তত ছেলেদের মতো আমাদেরও জাতীয় দলের ক্যাম্প করা দরকার। অনেকদিন হলো অনুশীলনের বাইরে আমরা। এভাবে চলতে থাকলে তো জাতীয় দল পিছিয়ে যাবে।’

যদিও খেলা বা ক্যাম্প শুরুর জন্য বিসিবির কোন উদ্যোগের খবর জানা নেই রুমানার। তিনি বলেন, ‘বোর্ড থেকে আমাদেরকে শুধু এটুকু বলেছে তারা চেষ্টা করছে। যদি ছেলেদেরটা শুরু করতে পারে আমাদেরটাও শুরু করবে বলে জানিয়েছে।’

মাঠে ফিরতে মরিয়া নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুনও। প্রতিদিন অবশ্য খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে একা একা অনুশীলন করতে আসেন। যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চান তিনিও। তবে অধিনায়ক সালমার ভাবনায় রয়েছে স্বাস্থ্যবিধি। তিনি বলেন, ‘আমরা চাইলেই তো হবে না। এখনও তো সবকিছু স্বাভাবিক হয়ে যায়নি। বিসিবি নিশ্চয়ই সব দিক বিবেচনা করে আমাদের দ্রুত মাঠে ফেরানোর ব্যবস্থা করবে। তবে সব সময়ই খেলার জন্য উদগ্রীব হয়ে থাকি। মাঠের খেলাটাকে খুব মিস করছি।’

ছেলেদের ক্যাম্প চলছে বেশ কিছুদিন। এবার ম্যাচ শুরুর উদ্যোগও নিয়েছে বিসিবি। তাই আশায় বুক বাধছেন রুমানা-সালমারাও।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!