নড়াইলের সোলপুর গ্রামে তাস খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। শুক্রবার (২ডিসেম্বর) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম স্বাগতম বৈরাগী। পেশায় একজন কীর্তন গানের শিল্পী, সোলপুর গ্রামের খোকন বৈরাগীর ছেলে।
পুলিশ জানায়,শুক্রবার (২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখতে বাজারের গোবিন্দ দোকানের কাছে জড়ো হয়। সবাই মিলে রাত দশটার দিকে নিজেরা খাওয়া দাওয়া করে। ব্রাজিলের খেলা দেরিতে হওয়ায় সময় কাটানোর জন্য কয়েক বন্ধু মিলে তাস খেলার উদ্যোগ নেয়। কিন্তু খেলায় স্বাগতম বৈরাগীকে বাদ দেয়ায় পিন্টু বৈরাগীর সঙ্গে কথা কাটাকাটি হয়। অন্য বন্ধুরা বিষয়টি মীমাংসার জন্য পাশের গোবিন্দর দোকানের পাশে জড়ো হয়।
এর এক পর্যায়ে পিন্টু বিশ্বাস বাড়িতে গিয়ে একটি কাগজ কাটা ছুরি দিয়ে স্বাগতম বৈরাগীর বুকে ও ঘাড়ে চাকু চালায়। গুরুতর আহত স্বাগতম বৈরাগীকে সদর হাসপাতালে আনার পথেই মারা যায়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো.শরীফ বলেন,অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সদর হাসপাতালে আসার আগেই মারা যায়।
নড়াইল সদর থানার মো.মাহমুদুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ হাজির হবার আগেই খুনি পালিয়ে যায়। মরদেহ ময়নাতদন্ত শেষে অভিযোগ পেলে হত্যা মামলা দায়ের করা হবে। খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খুলনা গেজেট/ এসজেড