খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

খুলনা সিটি নির্বাচনে বিএনপির ‘ঘোমটাপরা স্বতন্ত্র প্রার্থী’ থাকার সম্ভাবনা নাকচ

নিজস্ব প্রতিবেদক

‘সিটি নির্বাচনেও বিএনপির ঘোমটাপরা স্বতন্ত্র প্রার্থী থাকবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যকে নাকচ করেছে খুলনা বিএনপি। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া নির্বাচনে অংশ নেবে না নেতাকর্মীরা। আর যদি কেউ অংশগ্রহণ করে তার বিরুদ্ধে দলের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনটাই জানিয়েছে খুলনা বিএনপি’র শীর্ষনেতারা।

এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস (১৭ এপ্রিল) পালন উপলক্ষ্যে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নির্দিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ওই জেলাগুলোর দলীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক (ধানের শীষ) ছিল না, কিন্তু ঘোমটা পরে সব খানেই তাদের প্রার্থী ছিল। এই ঘোমটা পরা প্রার্থী কিন্তু সিটি নির্বাচনেও থাকবে। সিলেটের বর্তমান মেয়র আরিফ অলরেডি ঘোষণা দিয়েছেন। অন্যান্য সিটিতেও ঘোমটাপরা তাদের স্বতন্ত্র প্রার্থী রয়েছে।

এব‌্যাপা‌রে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা বলেন, দলীয় সিদ্ধান্ত ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। আমরা বর্তমানে আন্দোলনে রয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করব না। আর যদি কেউ অংশ নেয় তাহলে তার বিরুদ্ধে দলের সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, দলীয় সিদ্ধান্তের বাহিরে নির্বাচনে অংশ নিব না। কেন্দ্রের নির্দেশনা ছাড়া আমরা কোন নির্বাচনে যাব না।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ জুন খুলনা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে।

জানা যায়, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার খালেক প্রথমবার সিটি মেয়র নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি পেয়েছিলেন ১ লাখ ৫৭ হাজার ৮১২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নগর বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি পেয়েছিলেন ১ লাখ ৩১ হাজার ৯৭৬ ভোট। ২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আবারও নির্বাচন করেছিলেন তালুকদার আবদুল খালেক। ওই নির্বাচনে নগর বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি ১ লাখ ৮০ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। আর তালুকদার আবদুল খালেক পেয়েছিলেন ১ লাখ ১৯ হাজার ৪২২ ভোট। সর্বশেষ ২০১৮ সালের ১৫ মে মেয়র পদে আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ-সদস্য ও নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু পেয়েছিলেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!