খুলনা সিএসডি’র সাবেক সহকারী ম্যানেজার (দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার) শেখ মঈন উল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৩৬ লাখ টাকা অর্জনের অভিযোগে মামলা হয়েছে। আসামি মঈন উল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে চাকরি থেকে অবসরে যান। তিনি খুলনা নগরীর জাহিদুর রহমান সড়কের বাসিন্দা।
রবিবার (২৪ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বাদী হয়ে দুদকে মামলাটি দায়ের করেন।
দুদকের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, মঈন উল ইসলাম দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় ১২ লাখ ২৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। এছাড়া জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৫ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
তিনি খাদ্য বিভাগে চাকরিকালে নিজের পদ পদবী ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন বলে দুদুকের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। তাই ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।
খুলনা গেজেট/কেডি