খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (মন্নুজান স্কুল) ৫৫ বছর পূর্তি উপলক্ষে প্রথম পূর্ণমিলনী উৎসব-২০২২ আগামী ১৫ জুলাই। অনুষ্ঠানের অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ দিন ২০ জুন।
রবিবার বিকাল ৫টায় নগরীর নুরনগর এলাকায় বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত উদযাপন কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রথম পূর্ণমিলনী উৎসব-২০২২ উদযাপন কমিটির সভাপতি, ১৯৯০ ব্যাচের শিক্ষার্থী ও রাজনীতিক আফরোজা জেসমিন বিথী (৯০) সভার সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য সচিব, ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের রেজিস্ট্রার ডা: সোহানা সেলিম সভা পরিচালনা করেন।
সভায় উপস্থিত ছিলেন কেসিসি’র মহিলা কাউন্সিলর আমেনা আলিম বেবী, ডা: ডলি হালদার, সৈয়দা আতিয়া আশরাফী, ফাজিয়া আহমেদ বিথী, শারমিন আক্তার ময়না, সাবিরা সুলতানা, উম্মে রুকাইয়া মৌমি, হাসনা হেনা, চিশতি মুস্তারি বানু, ডা. ডলি হালদার, নাজিয়া হাসান, চিশতি মোস্তারি রিমা, সালমা সিদ্দিকা, নাসিমা হোসেন, রুদাবা রায়হান, নুসরাত ইমা, আফ্রিদা জামান, মোসলেমা খাতুন, মুক্তি বিশ্বাস, নিগার সুলতানা, কানিজ ফাতেমা, হাসিনা বেগম, পাপড়ি প্রমুখ।
সভায় অনুষ্ঠানটি সফলের লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা ও কর্মসূচি বিন্যাসমূলক আলোচনা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে: সকাল সাড়ে ৮ টায় শোভাযাত্রা, ৯ টায় সকালের নাস্তা, সাড়ে ৯ টায় উদ্বোধন, ১০ টায় অতিথিবৃন্দের আলোচনা সভা, বেলা ১১ টায় কেক কাটা, সাড়ে ১১ টায় স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক বিতরণের মাধ্যমে ১ম অধিবেশনের সমাপ্তি হবে।
এসময় নামাজ, মধ্যহ্ন ভোজের বিরতির পর বিকাল ৩ টায় দ্বিতীয় অধিবেশনের শুরুতে অতিথিদের বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এছাড়া বিকাল ৫ টায় রয়েছে র্যাফেল ড্র। সন্ধ্যা ৬ টায় তৃতীয় অধিবেশনে রয়েছে অতিথিদের বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট।