খুলনা লিও ক্লাবের ২০২৫–২৬ সালের বোর্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুর রহমান এবং সেক্রেটারি হয়েছেন জায়েদ হোসাইন।
খুলনা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ডা. আর.কে. নাথ এবং খুলনা লিও ক্লাবের অ্যাডভাইজর ও খুলনা লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন প্রফেসর রমা রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট আলিফা ইয়াসমিন, ভাইস প্রেসিডেন্ট ইভানা হক, জয়েন্ট সেক্রেটারি মুজাহিদুর রহমান, ট্রেজারার আয়শা সিদ্দিকা, আইটি সেক্রেটারি নাসিফুর রহমান, সহ-আইটি সেক্রেটারি অরন্য মজুমদার, কমিউনিকেশন সেক্রেটারি ইমরান হোসাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার শাইয়ান আলম, সহ-সোশ্যাল মিডিয়া ম্যানেজার আবু শাহিন, সাংস্কৃতিক সম্পাদক প্রান্ত সরকার, দপ্তর সম্পাদক ফারহান গালিব এবং সহ-দপ্তর সম্পাদক কৌশিক আহমেদ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সানজিদা আক্তার, মুহাম্মদ আসিফ ও জয়ন্ত গাইন।
এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন অভিজিৎ সরকার, মহুয়া মরিয়ম, তরিকুল ইসলাম, মোফাজ্জাল হোসেন, সাদিয়া আক্তার, আয়মান শিহাব, গৌরব মন্ডল, শাকিল আহমেদ এবং অনির্বাণ সরকার।
উল্লেখ্য, লিও ক্লাব একটি আন্তর্জাতিক সেবা সংস্থা। এটি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের যুব শাখা হিসেবে পরিচালিত হয়। “LEO” শব্দটি Leadership, Experience, Opportunity— এই তিনটি মূল দর্শনের সংক্ষিপ্ত রূপ, যার মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশ, অভিজ্ঞতা অর্জন এবং সমাজসেবায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা হয়।
লিও ক্লাব অফ খুলনা, খুলনায় লায়ন্স ক্লাবের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়ে আসছে এবং দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছে।
খুলনা গেজেট/এএজে