সড়কে রঙ-বেরঙের তোরণ, সড়কদ্বীপ ঠাসা ফেস্টুনে, বিলবোর্ডে শোভা যাচ্ছে অভ্যর্থনা বার্তা। এ দৃশ্য খুলনা মহানগরীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে এমন নানান আয়োজনে সেজেছে খুলনা নগরী।
সরেজমিন ঘুরে দেখা গেছে, আজ সোমবার প্রধানমন্ত্রীর খুলনায় আগমনকে কেন্দ্র করে সাজ সাজ রব উঠেছে খুলনায়। নগরীর ছোট বড় প্রতিটি সড়কে নির্মাণ হয়েছে অভ্যর্থনা তোরণ। মহাসমাবেশস্থল সার্কিট হাউজ মাঠ মুখী প্রতিটি সড়কে কিছু দূর পর পর শোভা যাচ্ছে তোরণ। একসঙ্গে এতো তোরণ নিকট অতীতে খুলনায় আর কখনো দেখা যায়নি।
প্রধান সড়কগুলো ঘুরে দেখা গেছে, তোরণের পাশাপাশি প্রধান সড়কের দেয়ালে, বিদ্যুৎতের খুটিতে ঝোলানো হয়েছে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে ঝোলানো ফেস্টুনে।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রায় পাঁচ শতাধিক তোরণ স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী, সরকারের বিভিন্ন সংস্থা নিজ উদ্যোগে এসব তৈরি করেছেন। প্রতিটি সংস্থার কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে। মহাসমাবেশমুখী প্রতিটি সড়ক নতুনভাবে মেরামত করা হয়েছে।
তিনি বলেন, খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রীর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে কেসিসিসহ খুলনার সকল মানুষ। এজন্য তাকে স্বাগত জানাতে অতীতে সকল রেকর্ড অতিক্রম করেছে।
খুলনা গেজেট/এইচ/এমএম