খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

খুলনা মোহামেডান ক্লাবের ইনডোর ফুটবলে ব্ল্যাক এ্যান্ড হোয়াইট চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাবের আয়োজনে সম্পন্ন হয়েছে এমএসসি ইনডোর ফুটবল প্রতিযোগিতা। ৪ দলের অংশ গ্রহণে দুই দিনব্যাপী এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল শনিবার খুলনা মোহামেডান ক্লাবের ইনডোর মাঠে অনুষ্ঠিত হয়। দারুণ পতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে এমএসসি ব্ল্যাক এ্যান্ড হোয়াইট দল টাইব্রেকারে ৩-২ গোলে এমএসসি ব্ল্যাক রোজ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলাটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্র ছিলো। নির্ধারিত সময়ে দুই দলই একাধিক ভালো সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করে নিতে পারেননি। তবে দুই দলই আক্রমন পাল্টা আক্রমনে খেলা জমিয়ে রেখেছিলো শেষ পর্যন্ত। পরে টাইব্রেকারে এমএসসি ব্ল্যাক এ্যান্ড হোয়াইট দল ৩-২ গোলে এমএসসি ব্ল্যাক রোজ দলকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের আইকন খেলোয়াড় সাইফুদ্দিন হিমু। কিং অব দ্যা টুর্নামেন্ট তথা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার্স আপ দলের রাজিবুল। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন একই দলের সিজার। ফেয়ার প্লে ট্রফি জিতেছে এমএসসি ডায়মন্ড।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য সুজন আহমেদ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান শাহ আসিফ হোসেন রিংকুর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজন আহমেদের সহধর্মীনি ও খুলনা ফোটাগ্রাফিক সোসাইটির যুগ্ম সম্পাদক শিউলি আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহামেডান ক্লাবের সহ-সভাপতি মোস্তফা আলম, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, তরিকুল ইসলাম সোহান, মো: কবীর আহমেদ, সাবেক জাতীয় খেলোয়াড় দস্তগীর হোসেন নিরা, সাবেক জাতীয় ক্রিকেটার মো: সেলিম, বাবুল হোসেন বাবলা, অপু, বিপু, মিঠু প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পালন করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এড. গোলাম রহমান বাবু। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন এ মনসুর আজাদ ও এহসানুল হক।
চ্যাম্পিয়ন দল : হিমু, রহিম (অধিনায়ক), আলি, জনি, রিপন, রনি ও শহীদুল।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!