খুলনার ফুলতলা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেল লাইনের নির্মাণ কাজ দেখতে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন শনিবার খুলনা আসছেন। আগামী ৯ নভেম্বর প্রকল্পটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
প্রকল্পের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ৯০ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণের ৮৬ কিলোমিটারের কাজ গত মাসেই শেষ হয়েছে। বাকি ৪ কিলোমিটার নিয়ে কিছুটা জটিলতা ছিলো। সেটিও ঠিক হয়ে গেছে। রেল লাইন এখন পুরোপুরি প্রস্তুত। সেটা দেখতেই রেলমন্ত্রী খুলনায় আসছেন।
তারা জানান, শনিবার সকালে মন্ত্রী ফুলতলা রেলওয়ে স্টেশন থেকে প্রকল্পের এলাইনমেন্ট (সেতু নম্বর-১০) পর্যন্ত মোটর ট্রলিযোগে পরিদর্শন করবেন। দুপুর একটায় মোহাম্মদ নগর থেকে বাগেরহাট জেলায় নবনির্মিত মোংলা রেলওয়ে স্টেশন পর্যন্ত মোটর ট্রলিযোগে পরিদর্শন করবেন।
প্রকল্প থেকে জানা গেছে, খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। এ প্রকল্পে ব্যয় হচ্ছে ৪ হাজার ২৬০ কোটি টাকা। এই রেলপথে রূপসা নদীর ওপর ৫ দশমিক ১৩ কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণ হয়েছে।
খুলনা গেজেট/এইচ