বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকীতে কলেজ প্রাঙ্গণের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন খুলনা সরকারি মহিলা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। শনিবার (১৫ আগস্ট) সকালে ক্যাম্পাসে স্বাস্থ্য সুরক্ষা মেনে স্বল্প পরিসরে কর্মসুচি পালন করছে সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ সৈয়দা লুৎফন নাহার, সম্পাদক শাহানা পারভীন এবং কোষাধ্যক্ষ শামীমা সুলতানা শিলু প্রমুখ। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দা লুৎফর নাহার বলেন, এই ক্যাম্পাসেই বঙ্গবন্ধুর নিজ হাতে রোপন করা নারিকেল গাছের সাথে তাঁর ভাস্কর্য আবারো মনে করিয়ে দেয় সেই মহানায়কের পূণ্য পদস্পর্শ পড়েছিল এই কলেজে। এমনই এক ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করেছিল বিশ্ব ও দেশীয় ষড়যন্ত্রকারীরা। প্রশ্ন হলো- সত্যিই কি বঙ্গবন্ধু আজকের বাংলাদেশ চেয়েছিলেন? তার স্বপ্ন কি আমরা বাস্তবায়ন করতে পেরেছি?
খুলনা গেজেট/এআইএন