খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
একদিন পর গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রেরণ

খুলনা মহানগর বিএনপির নতুন কমিটির প্রথম সভায় যেসব সিদ্ধান্ত হল

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় শনিবার (১২ মার্চ)। প্রথম সভা শেষের একদিন পর রোববার রাত ৭টা ৪৪ মিনিটে গণমাধ্যমে সভার বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়- নগরীর একটি অভিজাত হোটেলে শনিবার বিকেল সোয়া ৩টায় গুরুত্বপূর্ণ এ সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও মহানগর আহবায়ক কমিটির সদস্য রকিবুল ইসলাম বকুল।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও ১নং যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেখ শাহিনুল ইসলাম পাখী।

বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ১নং যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহির। বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া এ সভা শেষ হয় রাত প্রায় ১২ টায়।

সভা থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, তার বিরুদ্ধে দায়ের করা মামলায় সাজা প্রত্যাহার এবং উন্নত চিকিতসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

সভায় খুলনা মহানগরের ৮টি থানায় বিএনপির আহবায়ক কমিটি গঠন তদারকের জন্য মহানগর বিএনপির একজন যুগ্ম আহবায়ক ও কয়েকজন সদস্যের সমন্বয়ে ৮টি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কমিটি থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতৃত্ব প্রত্যাশীদের তথ্য সংগ্রহ অভিযান পরিচালনা করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা থেকে দল পুর্নগঠনের অংশ হিসেবে প্রথমে ভোট কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটি গঠন, এরপর কাউন্সিলের/সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ড কমিটি এবং সবশেষে থানা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা থেকে আন্দোলন সংগ্রামে দায়েরকৃত মামলাগুলো পরিচালনার জন্য আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নুরুল হাসান রুবার নেতৃত্বে আইনজীবীদের সমন্বয়ে একটি আইনী সহায়তা কমিটি গঠন করা হয়।

সভায় আন্দোলন সংগ্রামে হামলা মামলা নির্যাতনের শিকার নেতাকর্মীদের সহায়তার জন্য একটি সামাজিক স্বাস্থ্য সহায়তা সম্পর্কিত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা থেকে একজন যুগ্ম আহবায়ক ও তিনজন সদস্যের সমন্বয়ে একটি দাফতরিক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক এহতেশামুল হক শাওন ও আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক মিজানুর রহমান মিলটনের সমন্বয়ে একটি মিডিয়া কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

সভা থেকে খুলনা মহানগরে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে পুলিশের বাঁধা, হামলা, উস্কানিমূলক আচরণ ও খুলনা থানার ওসির ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানানো হয়। খুলনায় পুলিশী হামলায় বিএনপি কর্মী বাবুল কাজী নিহত হওয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের চোখ ক্ষতিগ্রস্ত হওয়া, স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি থেকে দলীয় কর্মী রাতিন ও নাহিদকে ধরে নিয়ে চুল কেটে দেওয়ার ঘটনাকে মানবাধিকারের চরম লংঘন আখ্যায়িত করে দোষীদের শাস্তি ও পুলিশকে আইনানুগ আচরণ করার আহবান জানানো হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, কাজী মো. রাশেদ, স ম আ: রহমান, সৈয়দা রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, সদস্য জালাল শরিফ, শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভিরুল আযম, শাহিনুল ইসলাম পাখি, রোবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, অ্যাডভোকেট মাসুম রশিদ, কে এম হুমায়ন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, একরামুল কবীর মিল্টন, জহর মীর, নাজির উদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, শরিফুল আনাম, শেখ জামাল উদ্দিন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, শেখ আব্দুস সালাম, শেখ আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু প্রমূখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!